ফের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন। ‘কামতাপুর পিপল্স পার্টি’ (কেপিপি) উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থমকে গিয়েছে। দাঁড়িয়ে আছে মালগাড়িও। ‘রেল রোকো’ কর্মসূচির জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিশাল পুলিশ বাহিনী উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে।
সূত্রে খবর, মঙ্গলবার ‘কামতাপুর পিপল্স পার্টি’ (কেপিপি)-এর আন্দোলনের জন্য আলতাগ্রাম স্টেশনে মালগাড়ি আটকে পড়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে আন্দোলনকারীরা ‘রেল রোকো’ কর্মসূচি নিয়ে আজ সকাল থেকেই জড়ো হয়েছেন। সেখানেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থমকে গিয়েছে। আন্দোলনকারীরা রেল লাইনের উপর বসে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী একাধিক রেল স্টেশনে মোতায়েন করা হচ্ছে।
আরও পড়ুন:
প্রয়াত ‘সিটি অব জয়’-এর স্রষ্টা দোমিনিক ল্যপিয়ের, বয়স হয়েছিল ৯১ বছর
উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’
বিভিন্ন স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ি দাঁড়িয়ে। মঙ্গলবার সকাল থেকেই ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে। অনেক ট্রেন থমকে যাওয়ায় সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা। বহু যাত্রী রল স্টেশনে এসেও ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বাস করে গন্তব্যে যাচ্ছেন।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে
হেলদি ডায়েট: বাড়ছে ডেঙ্গুর প্রকোপ! রোগ প্রতিরোধে কেমন হবে ডায়েট? খাদ্যতালিকায় কী রাখলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন?
প্রসঙ্গত উল্লেখ্য, ‘কামতাপুর পিপল্স পার্টি’ (কেপিপি) এর আগেও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে আন্দোলন করেছে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ফের আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কেপিপি।