শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’! পূর্বাভাস মতোই শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ওই অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরি হতে পারে রবিবার সকালেই। তার পরে নিম্নচাপ আরও গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মোকা’।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার নিম্নচাপ তৈরি হলে সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরে নিম্নচাপ আরও শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিক হয়ে বঙ্গোপসাগরে দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ‘মোকা’ তৈরির অনুকূল পরিস্থিতি! শনিবারই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত

পুরুষ না মহিলা, কারা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন? কী বলছে সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট?

‘মোকা’ কোন পথে এগোবে? আবহাওয়া দফতর অবশ্য এখনও এ নিয়ে কিছু জানায়নি। রবিবার নিম্নচাপ তৈরি হলে তবেই বিষয়টি পরিষ্কার ভাবে জানা যাবে বলে হাওয়া দফতর জানিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির পর থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৪: মাছের বাজারের দুনিয়ায় আলিপুরের ‘নেট বাজার’ তালিকায় শীর্ষে

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩: আচমকা রাতের পার্টিতে হাজির পুলিশ

ঘূর্ণিঝড় ঘিরে তৎপর রাজ্য প্রশাসন। বিধাননগরের কিছু কিছু জায়গায় গাছ কাটা শুরু হয়েছে। কলকাতা পুর কর্তৃপক্ষের দাবি ঘূর্ণাবর্ত সামলাতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলার পাশাপাশি ওড়িশাতেও প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওড়িশা সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী ১৮টি জেলা এবং সংলগ্ন জেলাগুলিকে প্রস্তুত থাকাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

Skip to content