শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে আরও একটি ঘূর্ণিঝড়ের সৃষ্ট হতে চলেছে। এ বিষয়ে প্রায় নিশ্চিত আবহাওয়া অফিস। শুধু তাই নয় সব সংশয় দূর করে ঘূর্ণিঝড় গতিপ্রকৃতি নিয়ে ও উত্তরও পাওয়া গিয়েছে। সোমবার মৌসম ভবন জানিয়ে দিয়েছে, ঘূর্ণিঝড় মোকা তৈরির পর তা কোন পরিস্থিতিতে, কোন দিকে এগিয়ে যাবে তা সবই এখনও পূর্বাভাস মাত্র। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মৌসম ভবন সূত্রে এও জানা গিয়েছে, সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত অবশেষে নিম্নচাপের রূপ নিয়েছে। মঙ্গলবার সেখানে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ১০ মে, বুধবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘মোকা’ তৈরি হবে। মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিক এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ আগামী ১১ মে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিকেই থাকতে পারে।
আরও পড়ুন:

ঘূর্ণিঝড় মোকার প্রভাব কি সরাসরি বাংলার উপর পড়বে? কবে স্পষ্ট জানা যাবে? জানিয়ে দিল হাওয়া দফতর

পোন্নিয়িন সেলভান ২: ছোটবেলার ভালোবাসার সামনে ‘পরদারেষু মাতৃবৎ’ও দুর্বল হয়েছিল

মোকা দিক পরিবর্তন করবে বৃহস্পতিবারের পর থেকে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে মোকা হঠাৎ করে উল্টো দিকে বাঁক নিতে পারে এমনটাই মনে করছে মৌসম ভবন। বৃহস্পতিবারের মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে এগোবে বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে। মৌসম ভবনের পূর্বাভাস মিলে গেলে, মোকা নিয়ে বাংলায় তেমন কোনও চিন্তার কারণ থাকছে না। কারণ, বাংলাকে পাশে রেখে মোকা উত্তর ও উত্তর-পূর্বে বাংলাদেশ, মায়ানমারের দিকে এগিয়ে যাবে বলে সোমবার জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন:

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪: একজন জ্ঞানী পণ্ডিত এবং ব্যবসায়ীর মধ্যে রাজা কাকে বেশি গুরুত্ব দেবেন?

এ দিকে, নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আন্দামানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার এবং মঙ্গলবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্যোগ আরও বাড়বে বুধবার এবং বৃহস্পতিবার। বুধবার সেখানে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার ঝড়ো হাওয়া বইতে পারে। পর্যটক এবং মৎস্যজীবীদের সোমবার থেকে শুক্রবার অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর যাঁরা এখন সমুদ্রে গিয়েছেন, সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

ছবির নাম


Skip to content