শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চেন্নাই উপকূলের কাছে শুক্রবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মনদৌস’। ইতিমধ্যে তামলিনাড়ুতে ভারী বর্ষণ শুরু হয়েছে আজ সকাল থেকেই। স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই-সহ ১২টি জেলায়। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর প্রভাবে বাংলাতে শুক্রবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আবহাওয়া দফতর এও জানিয়েছে, ‘মনদৌস’ শুক্রবার মধ্যরাতে চেন্নাইয়ের পার্শ্ববর্তী মামাল্লাপুরম দিয়ে স্বমহিমায় প্রবেশ করবে স্থলভাগে। সেই সময় তার গতি থাকবে প্রতি ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় দুর্বল হবে শনিবার দুপুর নাগাদ। নিরাপত্তার কারণে আবহাওয়া দফতর রাজ্যের মোট ১৩টি জেলায় লাল সতর্কতা জারি করেছে।
তামিলনাড়ুর উত্তরাংশে বৃহস্পতিবার রাত থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ চেন্নাইয়ে ৫২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কোনও রকম ঝুঁকি না নিয়ে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গালপট্টু, ভেলোর, রানিপেট্টাই-সহ রাজ্যের মোট ১২টি জেলায় স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:

এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রানি মুখোপাধ্যায় ও অরিজিৎ সিংহ, আর কে কে থাকছেন?

চেন্নাইয়ের খেলার মাঠ ও পার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কাউকেই সমুদ্রে যেতে মানা করেছে পুরসভা। সমুদ্রের পার্শ্ববর্তী দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। গাড়ি গাছের নীচে রাখতে না বলা হয়েছে প্রশাসন। তামিলনাড়ুতে মোট ৫,০৯৩টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতেও ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৩: আশা-যাওয়ার পথের ধারে ‘নবীন যাত্রা’ [১১/০৯/১৯৫৩]

হারিয়ে যাওয়া পদ: গরমে পাতে থাকুক স্বাস্থ্যকর চিংড়ি দিয়ে শিমদানার ডাল

প্রবল ঝড়ের কারণে গাছ উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আশঙ্কায় সবাইকে ব্যাটারি, মোমবাতি ও পানীয় জল মজুত রাখতে বলা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে ১০টি জেলায়। বাড়তি নিরাপত্তার জন্য মৎস্যজীবীদের তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Skip to content