শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

চিনে দাপট দেখানো করোনার নতুন উপরূপ ওমিক্রন ‘বিএফ.৭’ এর হদিস বার বাংলায়। চার জনের শরীরে ‘বিএফ.৭’ এর অস্থিত্ব পাওয়া গিয়েছে। তবে প্রত্যেকেই সুস্থ রয়েছেন। যদিও করোনার এই নতুন উপরূপ নিয়ে এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে মত স্বাস্থ্যদপ্তরের।
বাংলার সব হাসপাতালকে পরিকাঠামো উন্নয়নে বিশেষ ভাবে জোর দিতে বলা হয়েছে। সেই সঙ্গে করোনা সংক্রমিতদের চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, বিদেশ থেকে আগত যাত্রীদের নমুনা গত এক মাসে ধরে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাদেরই মধ্যে চারজনের শরীরে ‘বিএফ.৭’ এর হদিস পাওয়া গিয়েছে। চারজনের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। মূলত তিনি বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, ২২ জন ওই ব্যক্তি সংস্পর্শে আসেন। আর বাকি তিনজন আক্রান্ত নদিয়ার বাসিন্দা। তিনজনই একই পরিবারের সদস্য বলে খবর। মোট ৩৩ জন ব্যক্তি এই তিনজনের সংস্পর্শে এসেছেন। সবাই সুস্থ রয়েছেন।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১: নারী কি আলাদা? তাঁরা পুরুষদের সঙ্গে বসতে ভয় পান? তাহলে কি এত আয়োজন শুধু তাঁদের ভয় দেখাতে…

কুয়াশার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া, তবুও এই সপ্তাহের মধ্যেই আরও পারদপতন, কী জানাল হাওয়া দফতর?

এদিকে প্রোটোকল মনিটরিং টিম বৈঠক করেছে। করোনার নতুন উপরূপ ওমিক্রন ‘বিএফ.৭’ ঠেকাতে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। রাজ্যের সব হাসপাতালকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে করোনা চিকিৎসায় উপযোগী হিসাবে তৈরি থাকতে বলা হয়েছে। হাসপাতালের যে সব কর্মী এখনও করোনা চিকিৎসায় প্রশিক্ষিত নন, তাঁদের তাড়াতাড়ি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

শীতের সাজে নতুনত্ব চাই? এই সব স্টাইলে উল বা সিল্কের রঙিন স্কার্ফ পরে মধ্যমণি হয়ে উঠুন

ডেস্কটপের স্ক্রিনলক থেকে স্টেটাসে ভয়েস নোট, নতুন বছরে হোয়াটসঅ্যাপ আর কী কী ফিচার আনছে?

আপাতত করোনা চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতালে রোগীদের ভর্তি নেওয়া হবে। যে সব রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেবে, কেবল তাঁদেরই হাসপাতালে ভর্তি করা হবে। অন্যদের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এও বলা হয়েছে, সবাইকে মাস্ক পরতে হবে। হাসপাতালে অক্সিজেন থেরাপির ব্যবস্থা থাকতে হবে। খতিয়ে দেখতে হবে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার, পাইপলাইন ঠিক থাক আছে কিনা তাও।

Skip to content