সোমবার ৮ জুলাই, ২০২৪


বাংলার সরকার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ওড়িশায় প্রতিনিধি দল পাঠাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে যোগাযোগ রাখছেন। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী এ কথা নিজেই টুইট করে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। আমাদের কয়েক জন মানুষ গুরুতর জখম হয়েছেন। আমরা আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।’’মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, ০৩৩-২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই দুটি ফোন নম্বরে প্রয়োজন মতো যোগাযোগ করা যাবে। যাত্রীদের সব ধরনের সাহায্য এবং সহায়তার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ওড়িশা সরকার এবং রেলকে সব রকম সহযোগিতা করতে ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠানো হচ্ছে। এ বিষয়ে মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছেন।

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় খবর জানতে হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর
হাওড়া স্টেশন: ০৩৩-২৬৩৮২২১৭
খড়্গপুর স্টেশন: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
বালেশ্বর স্টেশন: ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২
শালিমার স্টেশন: ৯৯০৩৩৭০৭৪৬।
আরও পড়ুন:

চোখের সামনে ছড়িয়ে পড়ে আছে বহু মানুষ, বলছেন করমণ্ডলের যাত্রীরা

মালগাড়িতে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা! করমণ্ডলে ধাক্কা যশবন্তপুর এক্সপ্রেসেরও, অন্তত ৩০ জনের মৃত্যু, আহত বহু

সূত্রের খবর, শালিমার স্টেশন থেকে দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে। ট্রেনটি খড়্গপুর স্টেশন থেকে ছাড়ে বিকেল ৫টা ১৫ নাগাদ। ট্রেনটি বালেশ্বরে পৌঁছয় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। বালেশ্বরের ওড়িশার বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঝড়ের গতিতে অন্ধকার ভেদ করে তীব্র গতিতে যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। এমন সময় আচমকাই আকাশ কাঁপানো শব্দ। তার পরেই আচমকা থমকে যায় ট্রেনের গতি। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের একাধিক কামরা। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু, আহত হয়েছেন ১৭০। এর ফলে বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাত ৯টা পর্যন্ত যাত্রী উদ্ধারের যে সংখ্যা মিলেছে, তার ভিত্তিতে এই তথ্য দিয়েছে রেল।

আরও পড়ুন:

৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতায় তাপমাত্রা, আরও বাড়বে দহন জ্বালা, কোন কোন জেলায় ভিজবে? জানিয়ে দিল হাওয়া দফতর

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৭: মিনার্ভাতে প্রথম কৌতুকপূর্ণ গীতিনাট্য অভিনীত হল গিরিশচন্দ্র রচিত নির্দেশিত ‘আবু হোসেন’ নাটক

রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে। কিছু ক্ষণ পরেই উল্টো দিকের লাইন দিয়ে আসছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি আবার করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়েই চলে যায়। এর ফলে বেলাইন হয় যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি কামরা।’’

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, একটি মালগাড়িতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এর ফলে প্রথম তিনটি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরা লাইন থেকে ছিটকে যায়। দুর্ঘটনার অভিঘাতে মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। চালকের ভুল নাকি সিগনালে গণ্ডগোল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা চলছে।

Skip to content