বিচারপতি শিবজ্ঞানম।
কলকাতা হাই কোর্টের পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম প্রধান বিচারপতি হচ্ছেন। তাঁকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেল কেন্দ্রের আইন মন্ত্রক। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম শিবজ্ঞানমকে কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। কেন্দ্রীয় আইনমন্ত্রক গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম মঞ্জুর করে। সেই সঙ্গে নতুন বিজ্ঞপ্তি জারি করে। তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম গত ১ এপ্রিল থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, কলকাতাতেও বর্ষণ চলবে? কতদিন পর্যন্ত?
সকাল-সন্ধে, রোজই মুড়ি খাচ্ছেন? ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে না তো
কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রক সোমবার তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমকে নিয়োগের কথা কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইটারে জানিয়েছেন। বিচারপতি শিবজ্ঞানমকে শুভেচ্ছা বার্তা জানিয়ে রিজিজু লেখেন, ‘‘কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে আমার শুভেচ্ছা জানাই।’’
I extend my best wishes to Justice T.S. Sivagnanam on his appointment as the new Chief Justice of Calcutta High Court. pic.twitter.com/dMuAxCG8fj
— Kiren Rijiju (@KirenRijiju) May 1, 2023
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৩৩: হৃদয়পুরের লক্ষ্যপূরণ ‘কঙ্কাবতীর ঘাট’
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৩: বায়োফ্লক পদ্ধতিতে সফলভাবে মাছচাষ করছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ু
তামিলনাড়ুতে বিচারপতি শিবজ্ঞানমের জন্ম। আইনজীবী হিসাবে ১৯৮৬ সালে তাঁর নাম নথিভুক্ত হয়। আইনজীবী পেশায় দীর্ঘ ২৩ বছর ছিলেন। এর পরে তিনি ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন। ২০১১ সালে বিচারপতি হন। সেখানে তিনি ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করেন। তার পর তিনি কলকাতা হাই কোর্টে বদলি হন। হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসেবে ২০২১ সালের ২৫ অক্টোবরে হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। কলকাতা হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি হিসাবে তাঁর মেয়াদ রয়েছে।