মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


কলকাতা হাই কোর্টে আইনজীবী বিক্ষোভের জেরে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। যদিও কোনও মামলা দায়ের করা হয়নি। তবে আইনজীবী বিক্ষোভের বিরুদ্ধে আদালতে আইনি প্রক্রিয়া শুরু করার রাস্তা খুলে গিয়েছিল। শুক্রবার কলকাতা হাই কোর্ট সেই প্রক্রিয়া শুরু করেছে।
এ নিয়ে তিন বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছে। সঙ্গে হাই কোর্ট জানিয়েছে, সেই বেঞ্চই বিচারপতি রাজাশেখর মান্থার বিষয়টি খতিয়ে দেখবে। হাই কোর্টের গড়া বেঞ্চের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর নেতৃত্বে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাস থাকবেন। আদালত সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্র মামলাটি শুনানি হবে।
আরও পড়ুন:

আপনার শিশুর নতুন দাঁত উঠছে? এ সময়ে কী ভাবে ওর যত্ন নেবেন

সপরিবারে নিত্যদিন রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?

হাই কোর্টের আইনজীবীদের একাংশ গত সোমবার থেকে বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সঙ্গে বার কাউন্সিলের সদস্যদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কট করারও ডাক দিয়েছিলেন। অনেক আইনজীবীই বিচারপতি মান্থার এজলাসে উপস্থিত হননি। ফলে কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি থমকে যায়।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৮: মাছের ডিম বার্ধক্যের ছাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়! মাছের ডিমের এই অবাক করা গুণের কথা জানতেন?

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-২: পর্তুগালের ‘কালো চিতা’

গত বুধবার এ নিয়ে বিচারপতি মান্থা আদালত অবমাননার রুল জারি করেছিলেন। বিচারপতির বক্তব্য, এই বিক্ষোভের ফলে বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে আদালতের কাজকর্মও। এ ভাবে বিক্ষোভ দেখিয়ে বিচারপ্রক্রিয়াকে থামিয়ে আইনজীবীরা আদালতের অবমাননা করছেন। তিন বিচারপতির বেঞ্চ বিচারপতির সেই বক্তব্যই খতিয়ে দেখবে।

Skip to content