কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারান বাংলার জওয়ান সিদ্ধান্ত ছেত্রী।
কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারানো জওয়ানের দেহ ফিরল দার্জিলিঙে। শনিবার দুপুরে বাগডোগরার সেনা ছাউনিতে সিদ্ধান্ত ছেত্রীর কফিনবন্দি দেহ এসে পৌঁছেছে। তখন থেকেই পরিবারের সকলের চোখে জল। তবে সেই সঙ্গে তাঁরা গর্বিতও। নববিবাহিতা স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সামনেই শহিদ সিদ্ধান্তকে সেনার পক্ষ থেকে সম্মান প্রদান করা হয়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সিদ্ধান্ত শেষ বার গত দু’মাস আগে বাড়ি ফিরেছিলেন। স্বামী সিদ্ধান্তের কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নববিবাহিতা স্ত্রী-সহ পরিবারের সকলে। সিদ্ধান্তের জামাইবাবু বিক্রম থাপার জানান, ‘‘বাড়িতে বাবা-মা, তার দিদি এবং দুই ভাইবোন রয়েছেন। পরিবারের একমাত্র ছেলে ছিলেন সিদ্ধান্ত। ওর জন্য গর্ব হলেও আমরা মর্মাহত। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছিল। পরিবারের সবাই ভেঙে পড়েছেন৷’’
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে শুক্রবার সকালে সেনার সন্ত্রাসদমন অভিযান চলছিল। চলছিল তল্লাশিও। সেই সময়েই জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হলে বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়। তাঁর মধ্যে সিদ্ধান্ত একজন। বাংলার জওয়ান সিদ্ধান্তের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন।