শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রবিবারের পর সোমবারও একই ছবি। দার্জিলিঙে ফের ভারী তুষারপাত। তবে শুধু তুষারপাত নয়, দার্জিলিঙের কিছু এলাকায় বর্ষণ হচ্ছে। সব মিলিয়ে শৈলশহরে জমিয়ে ঠান্ডা পড়েছে। তুষারপাতের জন্য যান চলাচলও ব্যাহত হচ্ছে।
সান্দাকফু, ফালুট-সহ কয়েকটি জায়গায় সোমবার ভোর থেকে ব্যাপক তুষারপাত শুরু হয়। এ সব জায়গায় বরফ পড়ার জন্যে অপেক্ষাকৃত নিচু জায়গায় টংলু, টুংলিংয়ে আবহাওয়া খারাপ। পাহাড়ের একাধিক জায়গায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। শৈলশহর দার্জিলিঙে এখন পর্যটকের সংখ্যাও তুলনায় কম।
আরও পড়ুন:

বাতরক্ত বা গাউটে ভুগছেন? ঘরে বসেই মুক্তির উপায় জানুন

আমলকি খেলেও ক্ষতি হতে পারে? নিয়মিত খাওয়ার জন্য কারা সমস্যায় পড়তে পারেন

তবে যাঁরা এখনও রয়েছেন তাঁরা উপভোগ করছেন তুষারপাত। সোমবার ভোররাত থেকে দার্জিলিং, কালিম্পং-সহ সমতলে বৃষ্টি শুরু হয়েছে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। কারও কারও বক্তব্য, তুষারপাতের কারণে বিগত বছরের এই সময়ের তুলনায় এ বছর এই সময়ে শীত বেশ ভালোই রয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২৮: পূর্ণ অপূর্ণ-র মাঝে পথ দেখায় ‘দেবত্র’

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৭: অ্যাকোয়াপোনিক্স প্রযুক্তির প্রয়োগে উৎকৃষ্টমানের মাছ এবং গাছ বেড়ে উঠতে পারে

সিকিমের আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ের আবহাওয়া আগামী ২-৩ দিন এরকমই থাকবে। সিকিমের আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহার কথায়, ‘‘সান্দাকফু-সহ দার্জিলিঙে আগামী ২-৩ দিন এরকমই আবহাওয়া থাকবে। সান্দাকফুতে আরও তুষারপাত হবে।’’

Skip to content