রবিবার ২২ সেপ্টেম্বর, ২০২৪


শব্দ নিয়ে আজকের কথা। শাস্ত্র ও ঐতিহ্যাগত বিশ্বাস বলে শব্দ ব্রহ্ম। শব্দের উৎপত্তি বিনাশ নেই। তা নিত্য। শব্দ যেমন পুরাতন তেমনই চিরন্তন, নূতন। শব্দের প্রয়োগের ক্ষেত্রে সাধারণভাবে আজকাল একরকম উদাসীনতা দেখা যায়, কিন্তু অর্থ বুঝে সার্থক প্রাসঙ্গিক শব্দ প্রয়োগের একটা দায় থাকে। শব্দের একটা যাত্রা আছে। সেই শব্দের ব্যবহারের ক্ষেত্রে একটা সামাজিক উপযোগিতা, তাত্পর্য অর্থাৎ সামাজিক সংযোগ থাকবে, থাকতে পারে রাজনৈতিক, নৈতিক, আইনগত কিংবা আর্থনীতিক বা ধর্মীয় ভিত্তি বা প্রকাশ। আজকের আলোচনায় উঠে আসবে এমনই নানা দিক, কিছু কথা।

Skip to content