সোমবার ৮ জুলাই, ২০২৪


মেয়েটি বসে বসে অঝোরে কাঁদছে। মায়ের কাছ থেকে একটি বোঁচকা নিয়ে সখীর সঙ্গে গঙ্গাস্নানে গিয়েছিল। মেয়েটি বড় ভীতু। কথায় কথায় চোখে জল আসে। সেই সুযোগে সমবয়স্করা ঠকিয়ে নেয়। আঘাত করে। মেয়েটি শুধু দয়াময়কে ডাকে। তার মা বলেছেন, কষ্ট হলে দয়াময় আছেন। যারা অন্যকে আঘাত করে, তাদের ছেলেধরা ধরে নিয়ে যায়। মেয়েটি ভাবে, যারা তাকে আঘাত করছে তাদের যদি ছেলেধরা ধরে নিয়ে যায়? তখন? আবার চোখে জল আসে। বিনয়ী এক মেয়ের গল্প বলি আজ? রাসসুন্দরী দেবী। ছোটবেলা থেকে ভয়, ত্রাস আর দুঃখে তাঁর চোখে জল আসত।

Skip to content