‘বুকের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা হয়ে যায়, ফোঁপড়া হয়ে যায়, দুনিয়াতে হরেক রকমের ভালো জিনিস আছে, কিন্তু কিচ্ছু দিয়েই আর সে ফাঁকা ভরানো যায় না, বোগিদাদা, ঘর ছেড়ে, ঘরের মানুষ ছেড়ে তাই বেরিয়ে পড়তে হয়।’ হলদে পাখির পালক উপন্যাসে লীলা মজুমদার যখন এমন কথা লিখলেন, তখন মনে হয় শিশু সাহিত্যিকের আড়াল থেকে কোনও এক মনকেমন করা মেয়ে যেন উঁকি দিচ্ছে। পাহাড়িয়া পাকদণ্ডীর পথে পথে, পাইন গাছের আনাচ কানাচের গল্পগুলো মেঘরোদ্দুরের মিশেলে আশ্চর্যসুন্দর। লিখতে বসে মনে হচ্ছে পকেট ভর্তি নুড়ি পাথর নিয়ে যে শৈশব লিখেছিলেন লীলা মজুমদার, সেখানে শব্দের আড়ালে বিষাদ কেন? আজকের কথকতা হোক সেই হর্ষবিষাদের কথাকার লীলা মজুমদারকে নিয়ে।