শিশুদের জ্বরের গৃহ চিকিৎসা করতে হলে প্রথমেই জ্বর হওয়ার কারণ বুঝতে হবে। যখন শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা শরীরে প্রবেশ করা ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো বহিরাগত জীবাণুগুলোর সঙ্গে লড়াই করে তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটাকেই আমরা জ্বর বলি। জ্বরে আক্রান্ত হওয়া মানবদেহের বিকাশের একটি প্রাকৃতিক অঙ্গ। কারণ এটি যতবার হয় ততই শারীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। শুধু জ্বর কোনও স্বাস্থ্য সমস্যার তাৎক্ষণিক গুরুতর লক্ষণ নয়। তবে জ্বরের সঙ্গে অন্য মারাত্মক লক্ষণ থাকলে সেটাকে গুরুত্ব দিয়েই দেখতে হবে। … পরামর্শে ডাঃ বি এন রায়, অধ্যাপক, শিশু বিভাগ, কে পি সি মেডিকেল কলেজ।