শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রোদন-ভরা শ্রাবণ, শ্রাবণের বাইশে। সেদিনই ঘটেছিল মহাকবির মহাপ্রয়াণ। হৃদয়বান বাঙালি ওই দিন কেঁদেছিল। চোখের জলে বিদায় জানিয়েছিল প্রিয় কবিকে। আবৃত্তি করেছেন জিৎ সত্রাগ্নি, সাহিত্যিক ও নাট্যকার।

Skip to content