রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


পরামর্শ দিয়েছেন সাহেলী গঙ্গোপাধ্যায়, কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমরি হাসপাতাল, কলকাতা। সমস্যা নিয়ে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিয়ো ক্লিপটি দেখুন।

পাঠকের প্রশ্ন: আমার ছেলের বয়স ৮ বছর। ওকে খাওয়ানো খবুই কষ্টকর একটি ব্যাপার। হাতে মোবাইল না দিলে মুখে খাবার নেবে না। হাতে সব সময় মোবাইল চাই-ই চাই। মোবাইল হাতে থাকলে ও ভীষণ শান্ত। আর মোবাইল যদি না দেওয়া হয় তাহলে অনন্ত টিভি চালাতেই হবে।

খাবার টেবিলের কাছে তো আর টিভি থাকে না। অগত্যা টিভি-র সামনে বসে খাওয়াতে হচ্ছে। একা খেতে দিলে কোনও দিনই ও পরিষ্কার করে খায় না। ছড়িয়ে ছিটিয়ে খায়। খাওয়ার নষ্ট করে। পেট ভোরে খায় না। ওকে খাওয়াতে গিয়ে এক প্রকার যুদ্ধ করতে হয়। ও কি মোবাইল অ্যাডিকশনের শিকার? না কি নিত্যদিন ওর জন্য যেসব খাবার তৈরি হচ্ছে সেখানেই গলদ থেকে যাচ্ছে? খাবারে নতুনত্ব পাচ্ছে না বলে এরকম করছে? কী ভাবে ওর এই সব অভ্যাসে বদল আনবো?

প্রশ্ন প্রেরকের পরিচয়: নাম প্রকাশে অনিচ্ছুক।

প্রশ্ন পাঠাবার জন্য ইমেইল: samayupdates.mentalhealth@gmail.com


Skip to content