নিউরোফাইব্রোমা। এটি একটা স্নায়ুর টিউমার। তা জন্মগত হতেও পারে, পরবর্তী কালেও হতে পারে। এটি ত্বকে বা নীচে নরম বাম্প বা পিন্ড তৈরি করে। নিউরোফাইব্রোমা শরীরের যে কোনও জায়গায় বড় বা ছোট স্নায়ুর মধ্যে বিকাশ করতে পারে। এই সাধারণ ধরনের স্নায়ু টিউমার, স্নায়ুর মধ্যে কেন্দ্রীয়ভাবে গঠন করে। যখন এটি ঘটে তখন একে প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা বলা হয়।