রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অনেকেরই মনে হতে পারে ছোটদের বিষয়। কিন্তু আমি অনেক উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের দেখেছি এই বিষয়টি ভুল করতে। আমরা তো সকলেই জানি যে verb ছাড়া কোনও বাক্য গঠন করা যায় না। একটি বাক্য তৈরি করতে গেলে একটি verb অবশ্যই প্রয়োজন এবং সেই verb-কে বলে বাক্যের main verb বা principal verb। আমরা এটাও জানি যে, verb হল ক্রিয়াপদ বা কাজ যেটি সাধারণত বাক্যের subject বা কর্তা করে থাকে। ‘Eat, play, walk, cry, smile, run, jump, fly, call, go, come’ ইত্যাদি ‘common verb’ দেখলেই বোঝা যায় যে এইগুলা কোনও কাজ বোঝাচ্ছে।

কিন্তু কিছু কিছু verb আছে যেগুলো ‘হওয়া’ বোঝায়, তাদের বলে ‘be verb’। এই ‘be verb’ পাঁচ রকমের হয়— am, is, are, was were. এর মধ্যে ‘am, is, are’ present form এ থাকে আর ‘was, were’ past form-এ। কোন Subject-এর ক্ষেত্রে কোন be verb বসবে, এসো দেখি।


Skip to content