শ্বেতির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। মুশকিল হল, এই রোগ কার শরীরে কখন হানা দেবে, তা আগে থেকে তার টের পাওয়া দুষ্কর। মারণ বা ঘাতক নয় এমন প্রকার এই রোগ একবার শরীরে থাবা বসালে তা ক্রমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সমস্যা হল, এই এর থেকে সহজে মুক্তি পাওয়ার তেমন কোনও উপায়ও আমাদের হাতের সামনে নেই। একে কেবল নিয়ন্ত্রণ করা যায়। …পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।