সারা বিশ্বে ৬৫ বছরের ঊর্ধ্বে প্ৰবীণ মানুষদের মধ্যে পড়ে যাওয়ার প্রকোপে পড়েন প্রতি বছর প্রায় ৩০ শতাংশ। বয়সকালে পড়ে যাওয়ার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু পড়ে যাওয়ার প্রতিক্রিয়া শুধু আঘাতপ্রাপ্তি, হাড় ভেঙে যাওয়া বা তজ্জনিত সমস্যার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর থেকে এমনকি পরবর্তীতে পড়ে যাওয়ার আতঙ্ক এবং তার থেকে মানসিক সমস্যারও সৃষ্টি হয়।
তাই বয়সকালে পড়ে যাওয়া অনেক ক্ষেত্রে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণও। বয়সকালে পড়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অনেক কারণই আমরা সচেতন হলে প্রতিরোধ করতে পারি।
পরামর্শে বিশিষ্ট বার্ধক্য চিকিৎসক ডাঃ ধীরেশকুমার চৌধুরী।