রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


আমার কাছে প্রায়শই বিভিন্ন বয়সের মানুষ আসেন তাঁদের একাধিক রকমের যৌন সমস্যা নিয়ে। সেই সব সমস্যার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হল—হস্তমৈথুন। এ বিষয়ে তাঁদের মূল প্রশ্ন, ‘আমি ছাত্রাবস্থায় বহুবার হস্তমৈথুন করেছি। এর ফলে আমার পরবর্তী যৌন জীবনে কোনও সমস্যা হবে না তো?’ কারও বক্তব্য, ‘বিবাহজীবন সুখের হবে তো?’

আবার অনেক বিবাহিত পুরুষও হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ না করতে পারায় অনুশোচনা বা অপরাধ বোধে ভোগেন—এমন উদাহরণ আছে অনেক। কারও কারও আবার অতিরিক্ত এসব করতে গিয়ে এক ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে! কোনটা ঠিক, কোনটা ভুল? এর বিজ্ঞানগত দিকটি কী? দিনে, সপ্তাহে বা মাসে কতবার পর্যন্ত স্বাভাবিক? এই অভ্যাস ত্যাগ করতে না পারলে ভবিষ্যতে এসবের জন্য কোনও শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিতে পারে কি না?

এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে ভিড় করে। এঁদের মধ্যে কেউ সাহস করে বা সংকোচ এড়িয়ে চিকিৎসকের পরামর্শ নেন, কেউ আবার কে কী ভাববে এসব ভেবে লজ্জায় ডাক্তারবাবুর চেম্বারে যাওয়ার কথা ভাবতেই পারেন না। বিস্তারিত আলোচনা করছেন যৌন স্বাস্থ্য সচেতক শম্পা সাহা।

Skip to content