রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ওষুধ না খেয়ে একেবারে প্রাকৃতিক উপায়ে কীভাবে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানো সম্ভব, তা নিয়েই আজ আলোচনা করব। আগের পর্বগুলোতে আলোচনা করেছি, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলেই যে তার চিকিৎসা করতেই হবে তার কোনও মানে নেই। অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে তাঁর কোনও বাধ্যবাধকতা নেই। ওষুধ দরকার পড়ে একমাত্র যদি ইউরিক অ্যাসিড জনিত কারণে আপনার গাঁটে ব্যথা হয় বা কিডনি বা মূত্রনালিতে পাথর বা স্টোন হলে।
অন্যান্য ক্ষেত্রে কিন্তু সাধারণত ওষুধ প্রয়োগ করা হয় না। অর্থাৎ শুধু কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করেই আমরা ইউরিক অ্যাসিড কমানোর চেষ্টা করি। একমাত্র কোনও রোগীর যদি কিডনি সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাহলেই ইউরিক অ্যাসিডের ওষুধ দেওয়া হয়।
পরামর্শে ডাঃ আশিস মিত্র, বিশিষ্ট মেডিসিন ও ডায়াবিটিস বিশেষজ্ঞ।

Skip to content