শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সামনেই একটা আলোর উৎসব—কালীপুজো, তার পরেই দীপাবলি। আলোর উৎসব তো শিশুদের মুখে হাসি ফোটানোরই উৎসব। কিন্তু এই উৎসবকে ঘিরেই কিছু কিছু পরিবারে বাজি পোড়াতে বা পটকা ফাটাতে গিয়ে শিশুরা এমন সব দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে পুরো পরিবারেই বিষাদের সুর নেমে আসে। …পরামর্শে ডাঃ বি এন রায়, অধ্যাপক, শিশু বিভাগ, কে পি সি মেডিকেল কলেজ।

Skip to content