শুক্রবার ৫ জুলাই, ২০২৪


সঙ্গম সুখের হয় কিসে? এ বিষয়ে নানা জনের নানা মত রয়েছে। তবে শয্যাসুখের চাবিকাঠি লুকিয়ে আছে শারীরিক ঘনিষ্ঠতার সময়ে পুরুষ কত ক্ষণ বীর্য ধরে রাখতে পারলেন, তার উপর। এমনই বক্তব্য অধিকাংশের। আর তাই শীঘ্রপতন অনেক দম্পতির জীবনে এক বড় সমস্যা। নিয়মিত শরীরচর্চার অভাব, দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থেকে কাজ, খাদ্যাভ্যাসে অনিয়ম— নানা কারণে কমে যেতে পারে যৌন ক্ষমতা। আর তার প্রভাব পড়ে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের উপর। তাই শীঘ্রপতনের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। আবার অনেকেই এই বিষয়টি নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন। তবে শীঘ্রপতনের মতো বিভিন্ন যৌন সমস্যার সমাধানেও মুশকিল আসান হতে পারে যদি এই সব বিষয় মাথায় রাখেন। মিলবে উপকারও।

Skip to content