জলে হাত বেশিক্ষণ থাকার ফলে আমাদের হাতে যে তেলের আস্তরণ থাকে তা নষ্ট হয়ে যায়। আমরা যখন কোনও গ্লাসের গায়ে হাত দিই, তখন তার গায়ে একটা ছাপ পড়তে দেখা যায়। অর্থাৎ সেই ছাপ আসলে হাতে থাকা তেলের জন্যই গ্লাসের গায়ে পড়ে। কিন্তু আমাদের বাড়ির মা, বোনেদের কাপড় কাচা, বাসন মাজা, শাকসবজি ধোয়া, ঘর মোছা প্রভৃতি জলের কাজ করার জন্য সারাক্ষণ হাত ভিজে থাকায় ত্বকের ভিতরের স্তর নষ্ট হয় যায়। …পরামর্শে বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নীলেন্দু শর্মা।