হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এইচএফএমডি। একটি অত্যন্ত সংক্রামক একটি অসুখ। এন্টেরোভাইরাস বংশের ভাইরাস থেকে এর জন্ম। এর জন্য কক্সস্যাকিভাইরাস এ১৬ সবচেয়ে বেশি দায়ি। সহজ ভাবে বললে এটি এক ধরনের ভাইরাল অসুখ। শিশুদেরই হয়। ওদের যে কোনও সময়েই হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হতে পারে। যদিও সাধারণত দুই থেকে আট বছর বয়সী শিশুদের মধ্যেই এই রোগ বেশি দেখা যায়। মুশকিল হল, একে এড়ানোর উপায় নেই। নেই ভ্যাকসিনও। রোগটি ছোঁয়াচে। কোনও শিশুর এই সংক্রমণ হলে, তার সংস্পর্শে আসা অন্য শিশুরও এই সংক্রমণ হতে পারে। মূলত মুখ, হাঁটুর উপরে, পায়ের পাতা, হাতের তালুতে ফোস্কার মতো র্যা শ বেরোয়। অনেকে সময় ফোস্কার মতো র্যা শ ফেটে গেলে ইনফেকশন হয়ে যায়। সেই সঙ্গে জ্বরও আসতে পারে। শরীরকে বেশ দুর্বল করে দেয়। র্যা শ বেরোনোর কারণে শিশুদের মুখে, গলায় বেশ ব্যথা থাকে। ফলে খাবার খেতেও ওদের কষ্ট হয়। তবে কোনও জটিলতা না থাকলে এবং সঠিক পরিচর্যায় এই সাত থেকে দশদিনের মধ্যেই এই অসুখ সেরে যায়। তবে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ-এ শিশু ভুগলে অন্তত দু’ সপ্তাহ স্কুলে না পাঠানোই ভালো। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।