ছবি: প্রতীকী। সংগৃহীত।
মানসিকতা, রুচি এবং অর্থ অনুযায়ী শোয়ার ঘরও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতে, শোওয়ার ঘরটা সুন্দর নির্জন ও শান্ত পরিবেশ হতে পারলে ভালো।
ছেলের শোয়ার ঘর
বাস্তুবিজ্ঞান, পর্ব-২০: বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করতে চান? কোন দিকে দেবদেবীদের রাখা শাস্ত্রসম্মত?
আপনার নামের প্রথম অক্ষর কি ‘এ’? তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আপনি কিন্তু এই সব গুণের অধিকারী
কন্যার শোয়ার ঘর
কিশোরের শোয়ার ঘর
পর্দার আড়ালে, পর্ব-৩৫: বাঘের কাছ থেকে চাবি আনতে গিয়ে বাঘা রুপী রবি ঘোষের অবস্থা কী হয়েছিল সহজেই অনুমেয়
লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৩: চলচ্চিত্রের চিওরুসকিউরো: গ্রিফিথ ও রবার্ট ওয়াইন
ঠাকুর ঘর
ঠাকুর ঘরের মাথা পিরামিডের আকারে করা বাঞ্ছনীয়। ধ্যান করার সময় পিরামিড আকৃতির এই ঠাকুর ঘর মনসংযোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দেবতার বিগ্রহ অবশ্যই পশ্চিম দিকে থাকা বাঞ্ছনীয় আর পূজারীর মুখ যেন থাকে পূর্ব দিকে। দেবতার মুখ পূর্ব বা উত্তর দিকেও করা যেতে পারে কিন্তু মা কালী ছাড়া অন্য দেবদেবীর মুখ দক্ষিণ দিকে রাখা স্বাস্থ্যসম্মত নয়।