রবিবার ২১ জুলাই, ২০২৪


মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ভ্রমণ শো ‘মাস্ট মহারাষ্ট্র’-এর অনুকরণে এবার বাংলায় আসতে চলেছে ‘সোনার বেঙ্গল’। ‘জি-জেস্ট’ অভিনেত্রী সুমনা চক্রবর্তী থাকবেন এই শোয়ের হোস্ট হিসাবে। ‘জি জেস্ট’ এবং জি বাংলায় এবার শুরু করতে চলেছে আকর্ষণীয় ভ্রমণ শো ‘সোনার বঙ্গাল’। মহারাষ্ট্রের মতো বাংলার বিভিন্ন দর্শনীয় স্থানের সঙ্গে জড়িত সেখানকার ঐতিহ্যগত রীতি, জনজীবনের সঙ্গে সম্পৃক্ত শিল্প, সভ্যতা, সংস্কৃতির মৌলিকত্বের দিকগুলি তুলে ধরবে এই শো। আগামী ৩০ মার্চ ২০২২ থেকে প্রতি বুধবার জি জেস্টে এই শো সম্প্রচারিত হতে চলেছে রাত ৮টায়। আগামী ৩ এপ্রিল থেকে প্রতি রবিবার জি বাংলায় সকাল ১২.৩০- তে। দার্জিলিং চা বাগান এবং ট্রয় ট্রেনের জন্য বিখ্যাত একটি গন্তব্য থেকে আরম্ভ করে দ্য সিটি অফ জয়—কলকাতা কিংবা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত জনপ্রিয় টাইগার রিজার্ভ এবং ম্যানগ্রোভ এলাকা সুন্দরবনের প্রতিটি অনাবিষ্কৃত বিস্ময়ের দিকগুলি যেমন এই শোয়ে উন্মোচিত হতে চলেছে, তেমন মুর্শিদাবাদের সিল্ক বা কাঁথা শিল্পের মতো প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পগুলিকেও আনা হবে চর্চার আলোকে।
এমন এক অভূতপূর্ব যাত্রার শরিক হতে পেরে আপ্লুত এই শোয়ের সঞ্চালিকা সুমনা চক্রবর্তী। তিনি বলেন, আমি লখনউ এবং মুম্বইতে বড় হয়েছি। ‘জি জেস্ট’-এর ‘সোনার বেঙ্গল’-র এই শোয়ের আমার শিকড়কে আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। এই শোয়ের দৌলতে আমি বাংলাকে অত্যন্ত কাছ থেকে দেখতে পেরেছি। সেই গল্পগুলি জানতে পেরেছি, যা বরাবরই আমার শৈশবের একটি অংশ ছিল কিন্তু শৈশবে সেই অভিজ্ঞতাগুলিকে আমি কাছ থেকে দেখতে পারিনি। সেখানে এই শো-টি আমাকে প্রথমবারের মতো কাছ থেকে আমার শৈশবে দূর থেকে বাংলাকে কাছ থেকে দেখার এবং ব্যক্তিগতভাবে অনুভব করার সুযোগ দিয়েছে।’

বাইরে দূরে

লেখা পাঠানোর নিয়ম : এই বিভাগে পাঠকদের সঙ্গে আপনার সেরা ভ্রমণ অভিজ্ঞতার কাহিনি ভাগ করে নিতে পারেন। ভ্রমণ কাহিনি লিখতে হবে ১০০০ শব্দের মধ্যে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে বেশ কিছু ছবি ও ছোট ছোট ভিডিও ক্লিপ পাঠাতে হবে। ছবি ও ভিডিও ক্লিপ লেখকেরই তোলা হতে হবে। ওয়াটারমার্ক থাকা চলবে না। ইমেল : samayupdatesin.writeus@gmail.com


Skip to content