শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

এই পৃথিবীতে সন্তানের রক্ষাকর্তা হিসাবে মায়ের কোনও বিকল্প নেই। কারণ, মা-ই সন্তানকে সবচেয়ে বেশি আগলে রাখেন। আর একবার প্রমাণ পাওয়া গেল। যেমন ভাবে বিপদের সময় একটি মা হাতি তার সন্তানকে আগলে রাখল।
চারপাশ জঙ্গলে ঘেরা, মাঝখানে ছোট একটি ডোবার মতো। তাতে জল খুব বেশি নেই, আর তার জলও ঘোলাটে। চড়া রোদ। গরমে হাঁসফাঁস অবস্থা। এমন সময় জলকেলি করতে ব্যস্ত খুদে হাতি। সঙ্গে তার মা আছে। গরমে জলে খেলা করছে সন্তান। আর তখনই ঘটল সেই অঘটন। মা সন্তানকে নিয়ে জলে যখন সময় কাটাচ্ছে সময় অতর্কিতে হানা দিল কুমির। তার পর কী হল?
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১২: স্ট্যানলি ম্যাথুজ— একজন কিংবদন্তি, লড়াই আবেগ আর মেহনতী জনতার বন্ধু

রোমহর্ষক ঘটনার সাক্ষী! জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকের গাড়িতে ঢুকল চিতা! দেখুন সেই গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

সোনার বাংলার চিঠি, পর্ব-১৩: পয়লা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’— অসম্প্রদায়িক চেতনার বিশ্ব ঐতিহ্য

কুমিরকে দেখেই মা হাতি শুঁড় উঁচিয়ে লাথি মেরে তাকে ঠেলে ফেলে দেয়। হাতির আক্রমণে প্রাণ বাঁচিতে কোনওরকমে জল ছেড়ে ডাঙায় উঠে পালায় সেই কুমিরটি। সন্তানের গায়ে একটু আঁচও কাটতে দেয়নি ওই হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমে এরকম একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি সময় আপডেটস। বৃহস্পতিবার আইএএস অফিসার সুপ্রিয়া সাহু ভিডিয়োটি টুইট করেছেন।

Skip to content