ছবি প্রতীকী
তীর্থভূমি ভ্রমণের বন্দোবস্ত করল আইআরসিটিসি। আগামী ১৫ মার্চ কাটিহার থেকে ‘স্বদেশ দর্শন’ নামে এই পরিষেবা শুরু হবে। এতে দক্ষিণ ভারতের পাঁচ তীর্থভূমি দেখা যাবে। ট্রেনটি কলকাতা থেকেও পর্যটকরা এর সুবিধা পাবেন।
মোট দশ-রাত এগারো দিনের ভ্রমণ। ‘স্বদেশ দর্শন’ দেখা যাবে তিরুপতি, মাদুরাই, রামেশ্বর, কন্যািকুমারী, মল্লিকার্জুনের মতো তীর্থস্থান। বুধবার এমনটাই জানিয়েছেন
আইআরসিটিসি পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যা নেজার জাফর আজম। ‘স্বদেশ দর্শন’ এসি-টু, এসি-থ্রি এবং স্লিপারে ভ্রমণ করা যাবে। সকালে প্রাতঃরাশ, দুপুরে ও রাতে নিরামিশ খাবার পাওয়া যাবে। তীর্থক্ষেত্র এদিক-ওদিক ঘরার জন্য বাসেও ভ্রমণের ব্যতবস্থা করেছে আইআরসিটিসি। স্লিপারের জন্য খরচ পড়বে ২০,৯০০ টাকা। ৩৪,৫০০ টাকা লাগবে এসি-থ্রি-এর জন্য। আর এসি-টুতে জন প্রতি খরচ পড়বে ৪৩,০০০ টাকা।
আইআরসিটিসি পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যা নেজার জাফর আজম। ‘স্বদেশ দর্শন’ এসি-টু, এসি-থ্রি এবং স্লিপারে ভ্রমণ করা যাবে। সকালে প্রাতঃরাশ, দুপুরে ও রাতে নিরামিশ খাবার পাওয়া যাবে। তীর্থক্ষেত্র এদিক-ওদিক ঘরার জন্য বাসেও ভ্রমণের ব্যতবস্থা করেছে আইআরসিটিসি। স্লিপারের জন্য খরচ পড়বে ২০,৯০০ টাকা। ৩৪,৫০০ টাকা লাগবে এসি-থ্রি-এর জন্য। আর এসি-টুতে জন প্রতি খরচ পড়বে ৪৩,০০০ টাকা।
আরও পড়ুন:
সাবান দিয়ে মুখ ধুলে ত্বকের ক্ষতি হয়? নাকি অল্প বিস্তর ব্যবহার করাই যায়?
আইআরসিটিসি-এর পূর্বাঞ্চলীয় শাখা দু’কোটি টাকা খরচ করে দু’টি ‘ভারত গৌরব’ ট্রেনের বন্দোবস্ত করেছে। পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলকে আইআরসিটিসি এক কোটি টাকা করে মোট দু’কোটি টাকা ব্যাংক গ্যারান্টি হিসাবে মিটিয়ে দিতে হয়েছের।
একই হেয়ার স্টাইলে একঘেয়েমি? ফ্যাশনে চুলের বাহার আনতে জেনে নিন কোনটা আপনার?
এবার হোয়াটসঅ্যাপে তারিখ দিয়েই খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ! কীভাবে?
উল্লেখ্য, আইআরসিটিসি আন্দামান, ডুয়ার্স, সিকিম এবং উত্তর-পূর্বের মেঘালয়কে কেন্দ্র করেও ভ্রমণ প্যাকেজ চালু করেছে। জাফর আজম জানান, ”পর্যটকেরা যাতে ব্যাংকের মাধ্যমে কিস্তিতে বেড়ানোর টাকা মেটাতে পারেন, সেই পরিষেবাও চালু হবে শীঘ্রই।”
সম্প্রতি ‘রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যােন্ড স্টল’ তৈরির পরিকল্পনা নিয়েছে রেল। গঙ্গার ধারে হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে ‘রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যাান্ড স্টল’ তৈরি হচ্ছে। লিলুয়া ওয়ার্কশপ থেকে আনা পুরনো কোচের ভিতরই আধুনিক মানের এই রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে।
সম্প্রতি ‘রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যােন্ড স্টল’ তৈরির পরিকল্পনা নিয়েছে রেল। গঙ্গার ধারে হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে ‘রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যাান্ড স্টল’ তৈরি হচ্ছে। লিলুয়া ওয়ার্কশপ থেকে আনা পুরনো কোচের ভিতরই আধুনিক মানের এই রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে।