সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


বাঙালির নতুন বছর দরজায় কড়া নাড়ছে, আর করোনার উপদ্রবও তুলনামূলক কম আগের তুলনায়। তাহলে আর ঘরে বসে কেন? আপনার নববর্ষকে বিশেষ আয়োজনে সাজিয়ে তুলুন ‘ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা’-এর সঙ্গে। ‘ইবিজা দ্য ফান রিসর্ট’ আপনার নববর্ষকে স্মরণীয় করে রাখতে আয়োজন করেছে আপনার পছন্দের হরেকরকমের বাঙালি পদ। সেই বিশেষ তালিকায় থাকছে খুলহাদে পোড়া আমের শরবত, গন্ধরাজ লেবুর সঙ্গে সবুজ সালাদ, কারি পাতা দিয়ে ঝুরি আলু ভাজা, আম কাসুন্দির সঙ্গে মোচার চপ, ভাজা মশলা আলুজামিন দাসুমদার, ভাজা মশলা আলুজানদার, নিরামিশ এঁচড়ের ডালনা, নারকেল সহযোগে ছোলার ডাল, দই পটল, লুচি, ঘি দিয়ে সাদা ভাত, কাঁচালংকা মুরগি, মাটন ডাক বাংলা, ভাজা ইলিশ, সর্ষে ইলিশ, পাবদার তেল ঝাল, চিংড়ি মালাইকারি-র মতো একাধিক পদ। এখানে শেষ নয়, থাকছে ফ্রুট চাটনি, পাপড়, আম দই, রাজ ভোগ-এর মতো আপনার একাধিক মনপসন্দ ডেজার্ট। আর আপনি যদি হন বিরিয়ানি-প্রেমী তাহলে আপনার জন্য থাকছে কলকাতার সেরা শেফের হাতে তৈরি বিরিয়ানি। ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত ইবিজায় আপনি সেরে ফেলতে পারেন সেরা মধ্যাহ্নভোজন বা নৈশাহারটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাথাপিছু ৬৯৯ টাকা এবং শিশুদের ক্ষেত্রে ৫৪৯ টাকার বিনিময়ে। এছাড়াও ইবিজার তরফ থেকে আপনার জন্য থাকছে বাউল গান এবং বৃক্ষরোপণ কর্মশালা, পাখি দেখা, সাঁতার কাটা, বোটিং, ব্যাডমিন্টন, বাস্কেট বল, ফুটবল এবং বাচ্চাদের অ্যাডভেঞ্চার গেমের মতো কিছু বিনোদনমূলক ব্যবস্থা, যেগুলি উপভোগ করার জন্য দু’জন প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বয়সি দু’জন শিশুর ক্ষেত্রে প্রতি রাতপিছু আপনাকে দিতে হবে কর-সহ ৭৯৯৯ টাকা। এছাড়াও থাকছে অতিথিদের জন্য ‘ডে আউটিং প্যাকেজ’-এর ব্যবস্থা, যে আউটিং-এ আপনি উপভোগ করতে পারবেন সুস্বাদু বুফে লাঞ্চ এবং জলখাবার-সহ সাঁতার কাটা থেকে সিনেমা দেখার মতো একাধিক বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি ছোটদের জন্যও থাকছে তাদের পছন্দসই বিনোদনের ব্যবস্থা। একদিনের এই ভ্রমণ উপভোগ করতে প্রতি জনের জন্য খরচ পড়বে ২৪৯৯ টাকা করে।

বাইরে দূরে

লেখা পাঠানোর নিয়ম : এই বিভাগে পাঠকদের সঙ্গে আপনার সেরা ভ্রমণ অভিজ্ঞতার কাহিনি ভাগ করে নিতে পারেন। ভ্রমণ কাহিনি লিখতে হবে ১০০০ শব্দের মধ্যে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে বেশ কিছু ছবি ও ছোট ছোট ভিডিও ক্লিপ পাঠাতে হবে। ছবি ও ভিডিও ক্লিপ লেখকেরই তোলা হতে হবে। ওয়াটারমার্ক থাকা চলবে না। ইমেল : samayupdatesin.writeus@gmail.com


Skip to content