রবিবার ৬ অক্টোবর, ২০২৪


যেদিকে চোখ যায় শুধু বরফ।

ইতিমধ্যেই হাত-পা পুরো জমে গিয়েছে। আমি আর কালক্ষেপ না করে ওরায়নকে বিদায় জানিয়ে ঢুকে পড়লাম ঘরে। ঘরে এসে জুতো, মজা, দস্তানা খুলে প্রথমেই পরখ করছি যে, ‘ফ্রস্টবাইট’ হয়ে গিয়েছে কিনা। কারণ, এর আগে এতো কম উষ্ণতায় এতক্ষণ বাইরে থাকিনি। প্রচণ্ড ঠান্ডায় ত্বক পুড়ে যাওয়াকে বলে ফ্রস্টবাইট। ঠিক যেমন প্রচণ্ড গরমে ত্বক পুড়ে যায়, তেমনই অত্যধিক ঠান্ডাতেও ত্বক পুড়ে যেতে পারে। শুদ্ধ বাংলা করে একে হিম-দংশন বলা যেতে পারে বা গোদা-বাংলায় বরফের কামড়।
বেশিক্ষণ প্রচণ্ড ঠান্ডায় থাকলে শরীরের কিছু প্রান্তিক অংশ যেমন হাত বা পায়ের আঙ্গুল, কান, নাক, ইত্যাদি ধীরে ধীরে অবসাদ গ্রস্ত হতে থাকে। অর্থাৎ ঠান্ডার কারণে সেখানে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং ধীরে ধীরে শরীরের স্বাভাবিক রক্ত চলাচল সেখানে বন্ধ হতে থাকে। অনেক্ষণ হাতে একটা বরফের টুকরো ধরে থাকলেই ব্যাপারটা বোঝা যাবে, কেমন অবশ হয়ে যায় জায়গাটা। এটাও ঠিক সেরকমই। তবে মাত্রাটা অনেকটা বেশি।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫: মেরুর দিকে পৃথিবী কিছুটা চাপা, তাই এখানে দুটি কাছাকাছি অঞ্চলের মধ্যেও সূর্যালোকের পার্থক্য অনেকটা

মাধ্যমিক ২০২৩: ইংরেজি বিষয়ে লাস্ট মিনিট সাজেশনের খুঁটিনাটি জানতে দেখে নাও ভিডিয়ো

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

বরফের উষ্ণতা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর এই মেরুর দেশে তার চাইতে আরও ৩০ থেকে ৪০ ডিগ্রি কম। এখানে ফ্রস্টবাইটে চামড়ার অনেক ভিতরে থাকা শরীরের কলা-কোষগুলি নষ্ট হতে থাকে রক্ত চলাচলের অভাবে। অল্প স্বল্প হলে ঠিক হয়ে যায় ধীরে ধীরে। কিছু ক্ষেত্রে ফোস্কা পড়ে যায়, চামড়া শক্ত হয়ে সাদা হয়ে অসাড় হয়ে যায়। ঠিক যেমন গরম তেল ছিটকে বা জল পড়ে হয়, সেরকমই। তবে খুব বেশি হলে সেটা আর সরানো যায় না, এবং যে জায়গায় ফ্রস্টবাইট হয় সেই জায়গা কেটে বাদ দিয়ে দিতে হয়।
আরও পড়ুন:

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

চেনা দেশ অচেনা পথ, চেনা দেশ অচেনা পথ

হেলদি ডায়েট: কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? সুস্থ থাকতে কোন ১০টি ফল খাবেন?

বরফের উষ্ণতা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর এই মেরুর দেশে তার চাইতে আরও ৩০ থেকে ৪০ ডিগ্রি কম। এখানে ফ্রস্টবাইটে চামড়ার অনেক ভিতরে থাকা শরীরের কলা-কোষগুলি নষ্ট হতে থাকে রক্ত চলাচলের অভাবে। অল্প স্বল্প হলে ঠিক হয়ে যায় ধীরে ধীরে। কিছু ক্ষেত্রে ফোস্কা পড়ে যায়, চামড়া শক্ত হয়ে সাদা হয়ে অসাড় হয়ে যায়। ঠিক যেমন গরম তেল ছিটকে বা জল পড়ে হয়, সেরকমই। তবে খুব বেশি হলে সেটা আর সরানো যায় না, এবং যে জায়গায় ফ্রস্টবাইট হয় সেই জায়গা কেটে বাদ দিয়ে দিতে হয়।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

ভিতর বাহিরে অন্তরে অন্তরে, সামনে পরীক্ষা? চূড়ান্ত প্রস্তুতির জন্য রইল ১০টি জরুরি পরামর্শ

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৬: কানে খোল, তেল দেন?

এখন এই বেশি ব্যাপারটা ঠিক কতটা ঠান্ডায় কতক্ষণ বাইরে থাকলে হতে পারে তার কোনও প্রাক্কলন (এস্টিমেট) বা অনুমান আমার ছিল না। তবে যায় হোক সেরকম কিছুই হয়নি। বুঝলাম যে শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। ১০-১৫ মিনিটের মধ্যেই হাতে পায়ের আঙ্গুলগুলো আবার ঠিক হয়ে গেল আমার।
আরও পড়ুন:

আজ প্রেমের দিনে, সত্যি এবং মিথ্যে, সকল প্রেমিক-প্রেমিকারা ‘মিথ্যে প্রেমের গান’ দেখে আসতে পারেন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫১: বিয়েশাদির ঠাকুরবাড়ি

উত্তম কথাচিত্র, পর্ব-২৩: মোর সাধের বাসরে ঘটল ‘গৃহ প্রবেশ’

বলা যায়, প্লেটভিলে যখনই আমার ভালো লাগত না। তখনই আমি তাদের বাড়িতে চলে আসতাম। আর বেশটি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতাম। জানি না, এই প্রান্তে এরকম বন্ধু আর কাউকে পাওয়া যাবে কিনা। তিন ভুবনের পারে এই আলাস্কায় আসার আগে তাদের বাড়িতেই ছিলাম বেশ কিছুদিন।

চেনা উষ্ণ প্রসবন: এখানকার জল খুব গরম। মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা খালি গায়ে এখানে আনন্দ উপভোগ করছি।

সেই বন্ধুদেরই উদ্যোগে সঙ্গে করে নিয়ে এসেছিলাম বেশ কিছু খাবার, যা কিনা সেদিন রাতের জন্য যথেষ্ট। ২৪ ডিসেম্বর অর্থাৎ খ্রিস্টমাস ইভ-এর দিন সব বন্ধ থাকে সর্বত্র। সেই কথা ভেবেই আমার বন্ধুপ্রবরেরা আমার জন্য খাবার বেঁধে দিয়েছিল। সেই খেয়েই সেদিন রাত কাটানো যাবে।—চলবে

ছবি: লেখক
* রহস্য রোমাঞ্চের আলাস্কা (Mysterious Alaska) : ড. অর্ঘ্যকুসুম দাস (Arghya Kusum Das) অধ্যাপক ও গবেষক, কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাঙ্কস।

Skip to content