শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁদের মনে প্রশ্ন জাগে অন্যদের ছেড়ে আমাকেই কেন এত মশা কামড়ায়? কিন্তু বহু খুঁজেও আপনি এর কোনও সদুত্তর পাচ্ছেন না? অনেক সময় এমন হয়, কোথাও বসে আড্ডা দিচ্ছেন, আপনার পাশেই বসে থাকা মানুষটিকে মশা কামড়ানো তো দূরে থাক, তাঁর ধার-কাছেও যাচ্ছে না। আর আপনি মশার জ্বালায় অতিষ্ট! কী কারণে এমনটা হয় জানেন? কেন?
বিশেষজ্ঞদের কথায়, যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, মশা অন্যদের তুলনায় তাঁদের একটু বেশিই ‘পছন্দ’ করে।
মানুষের জিনও মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে।
কার্বন ডাই-অক্সাইডকে ধরেই মশারা তাঁদের কামড়ানোর উপযুক্ত লোক খোঁজে। যাঁদের শরীর থেকে বেশি মাত্রায় এই গ্যাস নির্গত হয়, তাঁদেরই কিন্তু মশারা বেশি আক্রমণ করে।
অন্তঃসত্ত্বাদের মানুষকে মশা বেশি কামড়ায়।
আবার যাঁদের অতিরিক্ত মেদযুক্ত শরীর তাঁদের মশা খুব পছন্দ করে।
এটা অবশ্য আমরা অনেকেই জানি যে, গাঢ় রঙের জামা পরলেও মশা বেশি ধেয়ে আসে।
আপনি কি বিয়ার খেতে পছন্দ করেন? তা হলে মশাও আপনাকে বেশি কামড়াবে। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ার খাওয়ার পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বেরোয়, যা মশাদের বেশি আকৃষ্ট করে।

Skip to content