বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল গত ১৭ জুন। এবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (ডব্লুবিজিইই) জয়েন্টের কাউন্সেলিংয়ের দিনও ঘোষণা করে দিল। ডব্লুবিজিইই-এর ঘোষিত সূচি অনুযায়ী যে সব ছাত্রছাত্রীরা কাউন্সেলিংয়ে অংশ নিতে চান, ২৬ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নির্দিষ্ট ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
কাউন্সেলিংয়ের মাধ্যমেই জানা যাবে সফল ছাত্রছাত্রীদের র‍্যাঙ্ক অনুযায়ী কে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে কী বিষয় পড়ার সুযোগ পাবেন। পছন্দের বিষয় উল্লেখ করে ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে। ডব্লুবিজিইই আসন বণ্টনের প্রথম পর্যায়ের ফলাফল ঘোষণা করবে আগামী ৭ সেপ্টেম্বর।
প্রথম পর্যায়ের ফলাফল ঘোষণার পর ইচ্ছুক ছাত্রছাত্রীরা যদি কলেজে ভর্তি চান তাহলে ৭ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নির্দিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে ওই পড়ুয়াকে কলেজে টাকাও জমা দিতে হবে। আসন বণ্টনের দ্বিতীয় পর্যায়ের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর। তবে এটাই শেষ পর্যায় নয়, এর পরেও আসন বণ্টনের প্রক্রিয়া চলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয় ঠিক পরীক্ষার ৪৮ দিনের মাথায়। পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে ছিল উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। এ বার পরীক্ষায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছিলেন সিবিএসই বোর্ডের ছ’জন, আইসিএসসি-এর দু’জন এবং উচ্চ মাধ্যমিক বোর্ড-এর দু’জন ছাত্রছাত্রী।

Skip to content