শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


১ / ৬

দু’দিনের গুজরাত সফরে এসে প্রথম দিনে শনিবার ‘অটল সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রকমারি আলোয় সাজানো সেতুর ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লেখেছেন, ‘কী দারুণ দেখাচ্ছে না অটল সেতু!’
ছবি: সংগৃহীত

২ / ৬

সাবরমতী নদীর উপর তৈরি এই সেতুটি ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া। মূলত পথচারীদের জন্য নদীর পূর্ব এবং পশ্চিম অংশকে জুড়ে দিতে অত্যাধুনিক এই চোখ ধাঁধানো সেতুটি তৈরি করা হয়েছে।
ছবি: সংগৃহীত

৩ /৬

সাবরমতী নদীর উপর তৈরি এই সেতুটি ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া। মূলত পথচারীদের জন্য নদীর পূর্ব এবং পশ্চিম অংশকে জুড়ে দিতে অত্যাধুনিক এই চোখ ধাঁধানো সেতুটি তৈরি করা হয়েছে।
ছবি: সংগৃহীত

৪ /৬

মূলত পথচারীদের জন্য তৈরি করা হয়েছে এই সেতুটি। নাম রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। যানজট এড়াতে কবেল পথচারী এবং সাইকেল আরোহীদেরই এটি ব্যবহার করবেন। তবে শুধু পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য নয়, সাবরমতীর সৌন্দর্য যাতে পর্যটকদের আকর্ষিত করে সেটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণে সেতুর নকশা ও অলোকসজ্জায় চমক আনার চেষ্টা করা হয়েছে।
ছবি: সংগৃহীত

৫ /৬

সেতুর মনভোলানো নকশা, এলইডি আলোর বাহার এবং পশ্চিম দিকে সাজানো ফুলের বাগান পর্যটকদের চোখ টানবেই। স্টেনলেস স্টিল এবং কাচ দিয়ে সেতুর রেলিং তৈরি করা হয়েছে। সেতু তৈরি করতে মোট ২,৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ ও ছাদ তৈরির জন্য বিশেষ ভাবে প্রস্তুত ফ্যাব্রিক লেগেছে।

৬ /৬

আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে তৈরি অটল সেতুতে দু’টি লেন আছে। সেতুর পশ্চিম দিকে ফুলের অপূর্ব বাগান, আর পূর্ব দিকে রয়েছে শিল্প ও সংস্কৃতি কেন্দ্র। এক কথায় আধারণ।
ছবি: সংগৃহীত

Skip to content