শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ত্বকের সমস্যা নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল, ফর্সা বা গ্ল্যামার বাড়ানোর জন্য নিজের মতো করে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বা মলম লাগানো এবং তার ভয়ংকর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। বেশিরভাগ মহিলারা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এটা ওটা ব্যবহার করেন। এর জন্য অনেক আবার টেলিভিশন, পত্র-পত্রিকা, বন্ধু-বান্ধব বা প্রতিবেশীদের কাছ থেকে শুনে বিভিন্ন ধরনের মলম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। এই ধরনের মলম তাঁরা দীর্ঘদিন ধরেই ব্যবহার করে থাকেন। এতে কিছুটা ফর্সা ভাব আসে ঠিকই, কিন্তু রোদ্দুরে বেরলেই ত্বক চুলকায়, র্যা শ বের হতে থাকে। কারও কারও ত্বক লালচে হয়ে যায়। তখন এমন একটা পরিস্থিতি হয় যে, তখন তাঁরা সেই সব মলমের ব্যবহার বন্ধও করতে পারে না, আবার সমস্যাও বাড়তে থাকে। ফলে মলম লাগানো বন্ধ করলেই মুখ বিশ্রী দেখতে লাগে, কারও কারও ত্বক কালো হয়ে যায়, চুলকাতে থাকে, আবার র্যা শও বেরয়। তাই তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে আবার সেই সব মলমগুলো মাখতে শুরু করেন। …পরামর্শে বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নীলেন্দু শর্মা।

Skip to content