by নিজস্ব সংবাদদাতা | জুলাই ২০, ২০২২, ২১:১৩ | ত্বকের পরিচর্যায়
ছবি প্রতীকী অনেক সময়ই আমরা মাথার কোনও কোনও জায়গায় দেখি, চুলের একটা অংশ ফাঁকা হয়ে গিয়েছে। চুল নেই। অনেকে একে ‘টাকপোকা’ বলেন। তাঁদের ধারণা হয়তো কোনও পোকা হেঁটে যাওয়ার দরুন ওই জায়গায় টাক হয়ে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘টাকপোকা’ অ্যালোপেশিয়া অ্যারিয়েটা নামে...