by নিজস্ব সংবাদদাতা | আগস্ট ৬, ২০২২, ১০:৪৮ | ছোটদের যত্নে
ছবি প্রতীকী নবজাতকের ত্বক এমনিতেই খুব সংবেদনশীল। রোজ স্নান করালে শিশুর ত্বকে থাকা তেল ধুয়ে যায়। ফলে ত্বক শুষ্ক ও আরও সংবেদনশীল হয়ে ওঠে। তাই নবজাতককে প্রতিদিন স্নান করানো ঠিক নয়। জন্মের পরে একমাস একদম স্নান না করালেই ভালো। একমাস পর থেকে একদিন অন্তর হালকা গরম জলে...