by নিজস্ব সংবাদদাতা | ডিসেম্বর ১০, ২০২২, ২৩:৪৬ | বিনোদন@এই মুহূর্তে
সাই পাল্লবী। ছবি তৈরি হবে ‘রামায়ণ’-এর অবলম্বনে। দক্ষিণের প্রযোজক অল্লু অরবিন্দ এমটাই ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে জল্পনা। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী কি এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন? এত দিন তাঁকে তামিল, তেলুগু, মালয়ালম ছবিতেই দেখা গিয়েছে।...