by নিজস্ব সংবাদদাতা | সেপ্টেম্বর ২৭, ২০২২, ১৬:২৭ | শিক্ষা@এই মুহূর্তে
কারও চাকরি যাক মুখ্যমন্ত্রী তা চান না। সে কারণে নতুন পদ তৈরি করতে তৈরি রাজ্য সরকার। এ নিয়ে আদালত নির্দেশ দিলে তবেই সবাইকে নিয়োগ করা হবে। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী এও বলেন, নিয়োগের জন্য মোট ১৪,৯৭৭টি পদ তৈরি করছে...