by নিজস্ব সংবাদদাতা | নভেম্বর ৪, ২০২২, ১৫:৫৬ | পর্দার আড়ালে
এক সময় কলকাতার বুকে ডাবল ভার্সন ছবি নির্মিত হতো নিয়মিত। নিউথিয়েটার্স-এর সময় বাংলা এবং হিন্দি দুটি ভাষাতেই ছবি হতো এই কলকাতার বুকেই। সারা ভারত জুড়ে সেই সব ছবি অত্যন্ত সমাদৃত হতো। তারপর সেক্ষেত্রে ভাঁটা নামে। আবার ষাটের দশকে একটি হিন্দি ছবির শুটিং হয়েছিল কলকাতায়।...