by নিজস্ব সংবাদদাতা | ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:৩১ | খেলাধুলা@এই মুহূর্তে
প্যারিস সঁ জরমঁর হয়ে এই গোল করে নজির গড়েছেন মেসি। ক্লাব ফুটবলে ৭০০তম গোল করার নজির গড়লেন লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে দ্বিতীয় ফুটবলার হিসাবে এমএল টেন এই মাইলস্টোন ছুঁলেন। রবিবার লিয়ো লিগ ওয়ানে প্যারিস সঁ জরমঁর হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে এই গোল করেন।...