by নিজস্ব সংবাদদাতা | জুলাই ২, ২০২২, ২১:০৩ | শিক্ষা@এই মুহূর্তে
অরিজিৎ রায় দিন কয়েক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র বিশাখ মণ্ডল বার্ষিক প্রায় দুই কোটি টাকা মাইনের চাকরি পেয়েছেন। বিশাখের পর এবার সবাইকে চমক দিয়েছেন হাওড়ার পড়ুয়া অরিজিৎ। একটি দুটি নয়, তিনি একসঙ্গে দু’মাসে ১৭টি চাকরি পেয়েছেন। ১৭টিই বহুজাতিক...