by নিজস্ব সংবাদদাতা | এপ্রিল ১১, ২০২৩, ১১:৩০ | দশভুজা
ছবি: সংগৃহীত। সাল ১৯৯৭, তাঁর পোস্টিং হল কাশ্মীরের রজৌরি ও পুঞ্চ জেলায়। বিভাগ: আতঙ্কবাদী দমন শাখা। কাজ মানে যেভাবে হোক সবরকম বিপদ এড়িয়ে সিনিয়রদের কাছে আতঙ্কবাদীদের খবর এনে দেওয়া। সেই খবরের ভিত্তিতে তাঁর সিনিয়ররা এনকাউন্টারে যাবেন, কিন্তু তিনি যাবেন না। কারণ তিনি...