by নিজস্ব সংবাদদাতা | সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১২:০৮ | বিচিত্রের বৈচিত্র, সব লেখাই বিজ্ঞানের
শিবতোষ মুখোপাধ্যায়। ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি প্রকৃত অর্থেই ছিলেন প্রাণিবিদ্যার বাঘ। বিজ্ঞানের এই নব শাখাটিকে তিনি করেছিলেন পর্ণ-পুষ্পে সুসজ্জিত। পিতা ছিলেন রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও মাতা তারা দেবী। ভবানীপুর মিত্র ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করেন।...