by নিজস্ব সংবাদদাতা | ফেব্রুয়ারি ২১, ২০২২, ২০:৩৫ | শিক্ষা@এই মুহূর্তে
স্কুলের ছাত্রীরা ভাষা দিবসের অনুষ্ঠানে। আজ সকালবেলার আলোটা প্রথম চোখ ছুঁয়ে দিতেই মনে পড়ল আজকের পলাশরাঙা তারিখটিকে—অমর একুশে! পলাশ—বসন্তপঞ্চমীর সেরা উপহার যদিও, তবু আমাদের দুশো বছরের পরাধীনতার বিশ্বাসঘাতক-সূচনায় ওই নামটি বড়ই বেদনাবহ আজও। অন্যদিকে ‘উনিশশো...