শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিজ্ঞাপনী চমক? না কি ‘নতুন অধ্যায়’-এর সূচনা? বুধবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইটে দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। কারও মতে, একটি রিয়েল এস্টেট বিজ্ঞাপনের ব্র্যান্ড দূত হিসেবে তাঁকে দেখা যেতে পারে। আবার এও জল্পনা যে, বিজেপির টিকিটে রাজ্যসভায় যেতে চলেছেন মহারাজ। গুঞ্জন, বিসিসিআইয়ের সভাপতি পদ থেকেও না কি সৌরভ ইস্তফা দিয়ে দিয়েছেন! যদিও এএনআই বিসিসিআই সচিব জয় শাহকে উদ্ধৃত করে জানিয়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার খবর সত্য নয়। বিসিসিআইয়ের সভাপতি পদ তিনি ছাড়েননি।
এদিকে, সৌরভের আলোড়ন সৃষ্টিকারী টুইটের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পর্যন্ত সৌরভকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান। বিজেপি সূত্রে খবর, বিষয়টির সঙ্গে রাজনীতির যোগ নেই বলে অমিত শাহকে জানিয়েছেন সৌরভ। সব জল্পনার পর্দা ফাঁস করে সৌরভ জানিয়েছেন, তিনি একটি শিক্ষা সংক্রান্ত অ্যাপ লঞ্চ করছেন। সারা বিশ্বে এই অ্যাপের পরিষেবা পাওয়া যাবে। এর পর যাবতীয় জল্পনার যবনিকা পড়ে।


Skip to content