শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কেন্দ্রের আবেদনে সাড়া দিল দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, আর কোনও ক্ষমতা থাকবে না প্রশাসক কমিটির (সিওএ)। সেই সঙ্গে শীর্ষ আদালত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনও পিছিয়ে দিয়েছে এক সপ্তাহ। আগে ঠিক ছিল, ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন অগস্টের শেষ সপ্তাহে হবে। সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্তের ফলে সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
সোমবার শীর্ষ আদালত এও জানিয়েছে, দ্রুত শুরু করতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া। কারণ, নির্বাচন না হওয়া পর্যন্ত ফিফার নির্বাসন ওঠার কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, নির্বাসন না উঠলে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন করা সম্ভব নয়। সেইসঙ্গে ভারতীয় ক্লাব আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না। সে দিক থেকে দেখতে গেলে শীর্ষ আদালতের আজকের রায়, ভারতীয় ফুটবল নির্বাসন তোলার পথে কিছুটা হলেও এগোল।
কেন্দ্র ‘সিওএ’-কে সরানোর জন্য রবিবার রাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তারা ফিফার দাবিও মেনে নিতে চেয়েছিল। কেন্দ্র তার আবেদনে সিওএ-র হস্তক্ষেপ বন্ধ করতে এবং প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ার দাবি জানায়। পাশাপাশি প্রফুল্ল পটেলের দল এআইএফএফ-এর অংশগ্রহণ বাতিলের আর্জিও জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত ১৬ অগস্ট ফিফা ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠিয়ে দেয়। এর পরই নানান সমস্যার সম্মুখীন হয় ভারতীয় ফুটবল।

Skip to content