রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ভারতীয় দলে সুযোগ পেলেন সোনালি সোরেন।

সাফ ফুটবলের ভারতীয় দলে সুযোগ পেলেন সোনালি সোরেন। মহিলাদের অনূর্ধ্ব ২০ তে সুযোগ পাওয়া সোনালির বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামে বাধাগাছি গ্রামে। মেয়ের সাফল্যে খুশি তাঁর বাবা, মা-সহ গ্রামবাসী।
ভারতীয় দলে সুযোগ পাওয়ার কথা সোনালি বুধবার বাড়িতে ফোন করে তাঁর মাকে জানিয়েছেন। এই খবরে খুশিতে ভাসছে গোটা গ্রাম। এ বারের মহিলাদের অনূর্ধ্ব ২০ সাফ কাপ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার ভুটানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। নেপাল প্রতিযোগিতার চতুর্থ দল।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: শীতে পছন্দের তালিকায় রয়েছে লাড্ডু? মিষ্টিমুখ হয়ে যাক গাজরের লাড্ডু দিয়েই

নিয়মিত রোজ তিন বেলা এক গ্লাস করে গরম জল খাচ্ছেন? এর ফলে শরীরে কী হচ্ছে জানেন?

সোনালি দ্বাদশ শ্রেণির পড়ুয়া। ধাত্রীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বাবা হরি চাষ করেন। এত কোনও রকমে তাঁদের সংসার চলে। স্বামীকে চাষের কাজে সাহায্য করেন সোনালির মা শেফালি সোরেন। হরিবাবুর দুই মেয়ে। সোনালি বড়। সোনালির ফুটবলের প্রতি আগ্রহ খুব ছোট বয়স থেকেই। হরি সোরেন জানান, ‘‘মেয়েকে তেমন সাহায্য করতে পারি না। মেয়ের এই সাফল্যে ওর কোচের কাছে আমরা কৃতজ্ঞ।’’
আরও পড়ুন:

কল্পবিজ্ঞানের হাত ধরে ৪০ বছরের ব্যবধানে মুখোমুখি পরম-পাওলি!

ক্লাসরুম: মাধ্যমিক ২০২৩: একটু সতর্ক হলেই অঙ্কে লিখিত পরীক্ষায় ৯০তে ৯০ পাওয়া সম্ভব

সোনালি কেশবপুর, আটঘড়িয়া এবং কালনা স্টেডিয়ামের মাঠে সোনালি অনুশীলন করেন। তিনি রঘুনাথ মুর্মু এবং মুকুল দেবনাথের কাছে অনুশীলন করেন। দুয়েক আগে ভারতীয় দলের শিবিরে ডাক পান। তবে সে বার তিনি দলে জায়গা পাননি। এবার নিজের দক্ষতা প্রমাণ করে মহিলাদের অনূর্ধ্ব ২০ সাফ কাপের দলে জায়গা করে নিয়েছেন।

Skip to content