শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


শুভমন গিল (বাঁ দিকে)। সারা তেন্ডুলকর (ডান দিকে)।

শুভমন গিল এবং সারা তেন্ডুলকরের সম্পর্ককে কেন্দ্র করে চর্চার শেষ নেই। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সচিন তেন্ডুলকরের কন্যা সারা ছুটে ছুটে একটি ঘরে প্রবেশ করছেন। তার সামনে ক্রিকেটের ব্যাট রাখা আছে। সেই ব্যাটের উপরে একটি ক্রিকেটের হেলমেট রাখা রয়েছে। সেই ব্যাটটি দেখেই সারা হাসি মুখে এগিয়ে চলেছেন। সেই ব্যাটের পাশে বসে কিছু ছবিও তুলছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দর্শক মহলে শুরু হয়েছে আলোচনা। সারা কি শুভমনের ব্যাট দেখেই উত্তেজিত হয়ে পড়েছিলেন? যদিও এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই শুভমন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। খবর, তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। শুভমন এ বার প্রেমদিবসে সমাজমাধ্যমের পাতায় কিছু ইঙ্গিতবাহী ছবি পোস্ট করেছেন। গত বছর থেকেই মায়ানগরীতে শুরু হয়েছে সারা ও শুভমনের প্রেমের চর্চা। এদিকে, সারা নাকি শুভমনের অসুস্থতা নিয়েও বেশ চিন্তিত ছিলেন। শুভমনের চিকিৎসা চলাকালীন সারা তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন, ‘‘তাড়াতাড়ি সেরে ওঠো শুভমন।’’
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৩৫: তেরে লিয়ে পলকো কি ঝালর…

রিভিউ: বলিউডের চেনা চাকচিক্যের আড়ালের অন্ধকারকে আলোয় এনেছে ‘দ্য ফেম গেম’

চলতি বছরের শুভমনকে প্রেমদিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা যায়। সমাজমাধ্যমে কিছু ছবিও পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে লিখেছিলেন, ‘‘আজ কোন দিন যেন?’’ নেটাগরিকরা অবশ্য শুভমনের ছবি বিশ্লেষণ করতে একটুও দেরি করেননি। কারণ, সারাও ওই একই ক্যাফেতেই ছবি তুলেছিলেন। ছবিগুলি কি একেবারেই কাকতালীয়? না কি সত্যিই প্রেমের সম্পর্কে রয়েছেন শুভমন ও সারা? আপাতত উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।

Skip to content